আর্টিকেল লিখে আয় করবেন যেভাবে
আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি বাসায় বসে আর্টিকেল লিখে আয় করবেন।
আপনি কি বেকার কিংবা পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চান ?
যদি আপনি ঘরে বসে অনলাইনে আয় করতে চান তাহলে আর্টিকেল রাইটিং হতে পারে আপনার জন্য সেরা টপিক্স। আর্টিকেল রাইটিং একটি সহজ এবং জনপ্রিয় মাধ্যম ঘরে বসে ইনকামের। বিশ্ববাজারে একজন আর্টিকেল রাইটারের অনেক মূল্য। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আপনি নারিকেল লিখে ইনকাম করবেন।
আর্টিকেল লিখে কি কি ভাবে ইনকাম করা যায় ?
১। আর্টিকেল রাইটিং এ আপনি পারদর্শী হলে আর্টিকেল রাইটিং কে আপনি ফ্রীল্যানসিং পেশা হিসেবে নিতে পারেন। আপওয়ার্ক ফাইভার সহ সকল জনপ্রয় মার্কেট প্লেস এ আপনি রাইটিং জব করে মাসে লক্ষ্য টাকা ইনকাম করতে পারবেন।
২। এফিলিয়েট মার্কেটিং করে।
আপনি যদি একজন ভালোমানের রাইটার হন তাহলে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ লিখে এফিলিয়েট এর মাদ্ধমে ইনকাম করতে পারবেন।
৩। গুগল এডসেন্স এর মাদ্ধমে। আর্টিকেল লিখে আপনি ব্লোগ্গিং পেশায় নিয়োজিত হতে পারেন। নিজের ব্লগ এ রেগুলার ভালোমানের আর্টিকেল লিখে আপনি আপনার ওয়েবসাইট থেকে মাসে ১০০০ থেকে ১০,০০০ ডলার ইনকাম করতে পারবেন।
এবার আসি কেন আমরা আর্টিকেল রাইটিংকে ফ্রীলান্সিং ক্যারিয়ার হিসেবে নিবো ?
আপনি যদি খেয়াল করেন অনলাইন মার্কেটপ্লেস গুলোতে দেখবেন একটি কাজের অর্ডার পাওয়ার জন্য একজন ফ্রীলান্সারকে অনেক কষ্ট করতে হয় আবার অনেক সময় তারা কাজের অর্ডার পায় না। তো সে ক্ষেত্রে আপনি যদি ব্লগিং করে নিজের ওয়েবসাইট এ ভালোমানের আর্টিকেল লিখেন তাহলে আপনার মার্কেটপ্লেস এ কাজের জন্য অপেক্ষা করতে হবে না। গুগল এডসেন্স এর মাদ্ধমে আপনি ভালোমানের ইনকাম করতে পারবেন।
কিভাবে শুরু করবেন ? কিংবা আরো বিস্তারিত জানতে চান ?
আপনি কমেন্ট করে জানান। অথবা আমাদের পেজ এ মেসেজে দিন।