একাদশ শ্রেণীর অনলাইন ভর্তির প্রথম পর্যায়ের রেজাল্ট আজকে রাত ৮ টার পর প্রকাশ করা হবে। গত ৯ আগস্ট থেকে ২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়। গতবারের মতো এবারও শুধুমাত্র অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তির সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়। এবার অনলাইনে প্রতিটি বোর্ডে লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করে। বর্ডার নির্দেশনা অনুযায়ী আজ ২৫ আগস্ট রাত ৮টার পর ভর্তির রেজাল্ট প্রকাশ করা হবে।
যারা যারা মেধা ও পছন্দক্রম অনুযায়ী কলেজ এ সুযোগ পাবেন তাদের ফোনে বোর্ড থেকে একটি মেসেজ যাবে। কোন কলেজের কোন শিফটে চান্স পেয়েছেন তা মেসেজ এ দেয়া থাকবে। এছাড়াও প্রত্যেকটি শিক্ষার্থী অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পাবেন।
অনলাইনে রেজাল্ট দেখতে হলে শিক্ষার্থী আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোববাইল নাম্বারটি লাগবে এবং প্রথমবার আবেদনের পর বোর্ড থেকে যে সিকিউরিটি কোড পাঠিয়েছে সেই কোডটি লাগবে। অনলাইনে রেজাল্ট দেখতে শিক্ষার্থীকে প্রথমে http://www.xiclassadmission.gov.bd/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে শিক্ষার্থীর ফোন নাম্বার ও সিকিউরিটি কোড বসিয়ে লগইন করতে হবে। লগইন করলেই শিক্ষার্থী দেখতে পাবেন তিনি কোন কলেজে সিলেক্ট হয়েছেন।
কলেজ সিলেক্ট এর পর করণীয় :
যদি আপনি প্রথম পর্যায়ের রেজাল্ট এ আপনার পছন্দের কলেজ পেয়ে যান তাহলে আপনাকে কলেজ নিশ্চিত করতে হবে। এ জন্য আপনাকে বর্ডার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি অবস্যই অনলাইনে প্রদান করতে হবে। এই ফি প্রদানের জন্য আপনি টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে পারেন। এছাড়াও মোববাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করতে পারবেন।
অনুমোদিত মোবাইল ব্যাংকিং সমূহ হলো বিকাশ, রকেট ও নগদ। তবে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হলো বিকাশ। আপনি বিকাশ এপ্স এ পে বিল অপসন থেকে শিক্ষা নির্বাচন করবেন এবং সেখান থেকে একাদশ শ্রেণী ভর্তি সিলেক্ট করে ফি জমা দিতে পারবেন।
পছন্দের কলেজ না পেলে কি করবেন ?
প্রথম পর্যায়ের রেজাল্টে যদি আপনার পছন্দের কলেজ এ চান্স না পান বা কোনো কলেজেই চান্স না পান তাহলে আপনার হতাশ হওয়ার কিছুই নেই। কেননা এটা প্রথম পর্যায়ের রেজাল্ট। এখনো দ্বিতীয় ও তৃতীয় পর্যায় বাকি আছে। তাই মনে সাহস রাখুন।
আপনি যদি প্রথম পর্যায়ে কলেজ পান কিন্তু সেই কলেজ যদি পছন্দের না হয় বা সেটাতে যদি ভর্তি হতে না চান তাহলে আপনাকে আপাতত কিছুই করতে হবে না। আপনি কলেজ ভর্তি নিশ্চিত ফি প্রদান করবেন না, তাহলে এমনিতেই আপনার প্রথম পর্যায়ের ভর্তি বাতিল হবে। প্রথম পর্যায়ের ভর্তি নিশ্চিতের সময় ২৬ আগস্ট ২০২০ থেকে ৩০ আগস্ট ২০২০ পর্যন্ত।
ভর্তি বাতিলের পর আপনাকে দ্বিতীয় পর্যায়ের আবেদনের জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন আগামী ৩১ আগস্ট ২০২০ থেকে ২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে আপনাকে দ্বিতীয় পর্যায়ের আবেদন করতে হবে। মনে রাখবেন আবেদনের সময় খুব সতর্কতার সাথে কলেজ সিলেক্ট করবেন।
কারণ আপনার মেধা অর্থাৎ এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও পছন্দক্রম অনুযায়ী আপনার কলেজ সিলেকশন হবে। তাই কোন কলেজে আপনার বেশি আগ্রহ তা এক নাম্বারে দিবেন এভাবে যতটা কলেজ দিতে চান দিতে পারবেন।