আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা ? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। ওয়েব ডিসাইন এন্ড ডেভেলপমেন্টের উপর যারা কাজ করতে চান তাদের কাছে একটি কমন প্রশ্ন হলো ওয়েবহোস্টিং কি। যারা ব্লগিং করেন তাদের ও ওয়েভসটিওঙ সম্পর্কে ধারণা থাকতে হয়। তাই আপনি যদি ওয়েবহোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই পোস্টি শুরু থেকে ভালোভাবে পড়ুন। আজকের এই পোস্টে আমরা ওয়েবহোস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশাকরি আপনি এটা সম্পর্কে যথেষ্ট ধারণা লাভ করবেন। তো চলুন শুরু করা যাক।
ওয়েব হোস্টিং কি
এক কথায় যদি বলি তাহলে ওয়েবহোস্টিং এমন একটি কম্পিউটার যা ২৪ ঘন্টা চালু থাকে এবং ওই কম্পিউটারে ওয়েবসাইট হোস্ট করা থাকে। এখন আপনার ধারণা আসতে পারে হোস্ট করা বলতে কি বুঝায় ? আসলে আপনি যখন একটি ওয়েবসাইট বানাবেন তখন আপনার ওয়েবসাইটের ডোমাইনটিকে একটি সার্ভারে সেট করতে হবে। এবং সেই সার্ভার কম্পিউটারে আপনার ওয়েবসাইটের সকল কন্টেন্ট যেমন ছবি, ভিডিও, অডিও সব থাকবে। সার্ভার কম্পিউটারে ওয়েবসাইটের সকল কনটেন্ট ও এলিমেন্ট রেখে সাইটকে অনলাইনে রান করাকেই হোস্ট করা বুঝায়। তাহলে এবার আশাকরি আপনারা বুঝতে পারছেন হোস্ট করা কি।
আচ্ছা চলুন এবার হোস্টিং এর আলোচনায় যায়। ওয়েবহোস্টিং এমন একটি শক্তিশালী কম্পিউটার সার্ভার যেটা দিনে ২৪ ঘন্টা বছরে ৩৬৫ দিন চালু থাকে। তাই বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই যখনই মানুষ ওয়েবসাইট ভিজিট করবে তখনি সার্ভার থেকে নির্দিষ্ট ওয়েব পেজ প্রদর্শিত হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ওয়েবসাইট যেহেতু একটি কম্পিউটারে হোস্ট করা হয় তাহলে কি আমরা যে লোকাল ডেস্কটপ বা ল্যাপটপ চালাই তাতে ওয়েবসাইট হোস্ট করা যাবে কি না ? হ্যাঁ যাবে। আপনি যদি চান আপনার ডেস্কটপ বা ল্যাপটপকে ওয়েব সার্ভার বানিয়ে সাইট হোস্ট করবেন আপনি তা করতে পারবেন। কিন্তু এখানে অনেক বড় সমস্যা রয়েছে। যেমন আপনি আপনার কম্পিউটার দিনে ২৪ ঘন্টা অন রাখতে পারবেন না। আর কম্পিউটার অফ হয়ে গেলে কেউ ওয়েবসাইট ভিজিট করলে ওয়েবসাইট দেখতে পাবে না। আর ধরলাম আপনি আপনার কম্পিউটার ২৪ ঘন্টায় অন রাখবেন এতে কি হবে জানেন ? প্রথমত আপনার বিদ্যুৎ খরচ অনেক বেশি হবে। তারপর আপনাকে হাই স্পিড ইন্টারনেট সবসময় একটিভ রাখতে হবে। যা অনেক ব্যয় বহুল।
তাছাড়া সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের সাধারণ কম্পিউটারগুলো খুবেই লো কনফিগারেশনের হয়ে থাকে। তাই দীর্ঘ সময় এ কম্পিউটার চলতে থাকলে কম্পিউটার অতি দ্রুতই হ্যাং বা নষ্ট হয়ে যাবে। এবার ভাবুন আমাদের পক্ষে কি দামি সার্ভার কম্পিউটার কিনে ওয়েবসাইট বানানো সম্ভব ? এটা যেমন সম্ভব না তেমনি আমাদের নিজস্ব কম্পিউটারে সাইট হোস্ট করাও বোকামি ছাড়া কিছুই না। তাহলে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে মানুষ তাহলে কিভাবে ওয়েবসাইট বানাচ্ছে ? চলুন এবার আমরা সেটা আলোচনা করবো।
বাজারের ওয়েবহোস্টিং
আমরা সাধারণ মানুষ ওয়েবহোস্টিং বলতে বুঝি নামি দামি কোনো হোস্টিং কোম্পানির ওয়েব স্পেস। অর্থাৎ বিশ্বের অনেক নামি দামি কোম্পানি আছে যারা অনেক উন্নতমানের