প্রাণ গ্রুপে নতুন জব সার্কুলার পাবলিশ হয়েছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এ জব সার্কুলারে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনারা যারা প্রাণ গ্রুপে ক্যারিয়ার গঠন করতে চান তাদের জন্য এটা অনেক বড় সুযোগ। কেননা বিনা অভিজ্ঞতায় আপনি এ সার্কুলারে আবেদন করতে পারবেন।

প্রাণ গ্ৰুপে কিছু সংখক অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টিটিভ এবং শোরুম সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হবে। উল্লেখ্য যে, এই সার্কুলারে সেলস রিপ্রেজেন্টিটিভ পদে শুধু মাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং শোরুম সেলস এক্সিকিউটিভ পদে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন।
যদিও এ সার্কুলারে কোনো অভিজ্ঞতার কথা বলা হয়নি তারপরেও অভিজ্ঞ প্রার্থীগণ বেশি প্রাধান্য পাবেন এ সার্কুলারে। এ নিয়োগ প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন তারিখে বিভিন্ন জেলায় সম্পন্ন হবে। চলুন দেখে নেই কবে কোন জেলায় কোন কোন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ ও স্থান :
ঢাকাঃ
ঢাকায় সরাসরি সাক্ষাৎ এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ও ২৬ সেপ্টেম্বর এবং ১৫ ও ২২ সেপ্টেম্বর। তারমধ্যে সেলস রিপ্রেজেন্টিটিভ দেড় পরীক্ষা ১৯ ও ২৬ সেপ্টেম্বর আর শোরুম সেলস এক্সিকিউটিভ এর পরীক্ষা ১৫ ও ২২ সেপ্টেম্বর হবে।
পরীক্ষার স্থান :
প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট, হোসেন সুপারমার্কেট (৭ম তলা), বীর উত্তম স্মরণী, উত্তর বাড্ডা, ঢাকা। প্রার্থীকে অবস্যই সকাল ১০ টার মধ্যে উপস্থিত হতে হবে।
বরিশাল জেলা :
প্রাণ সেলস অফিস, সমলয়-৩ (তেমাথার উত্তর পাশে), বৈদ্যপাড়া, সিএন্ডবি রোড, বরিশাল। এই জেলায় শুধু সেলস রিপ্রেজেন্টিটিভ নেয়া হবে। তাই শোরুম সেলস এক্সিকিউটিভ যাওয়ার প্রয়োজন নাই। পরীক্ষাটি আগামী ১৫ সেপ্টেম্বর হবে।
চট্টগ্রাম :
চট্টগ্রামে পরীক্ষা হবে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে। এই জেলায় শুধু সেলস রিপ্রেজেন্টিটিভ নেয়া হবে। তাই শোরুম সেলস এক্সিকিউটিভ যাওয়ার প্রয়োজন নাই।পরীক্ষার স্থানের ঠিকানা : প্রাণ সেলস অফিস, ইসাবেলা টাওয়ার,হালিশহর, চট্টগ্রাম।
রংপুর :
রংপুরে যারা যারা পরীক্ষা দিতে চান তাদের আগামী ২২ সেপ্টেম্বর রংপুরের প্রাণ সেলস অফিসে সকাল ১০ টায় এসে পরীক্ষা দিতে হবে। অফিসের ঠিকানা : প্রাণ সেলস অফিস,পূর্ব গনেশপুর, টার্মিনাল রোড, (পানির ট্যাংকের পাশে) . মনে রাখবেন রংপুরেও শুধু সেলস রিপ্রেজেন্টিটিভ নেয়া হবে।
পরীক্ষার সময় সাথে যা যা আনবেন :
যেহেতু আপনি সরাসরি সাক্ষাৎ ও পরীক্ষা দিতে আসবেন তাই আপনাকে উপস্থিতির সময় সাথে প্রয়োজনীয় কাগজপত্র আন্তে হবে। যেমন
- পাসপোর্ট সাইজের ৪ কপি রঙ্গিন ছবি
- সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ
- জাতীয় পরিচয় পত্রের মূলকপি
- অভিজ্ঞতার সনদ
- পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত
পদের নামঃ সেলস রিপ্রেজেন্টিটিভ এবং শোরুম সেলস এক্সিকিউটিভ
পদের নাম | সেলস রিপ্রেজেন্টিটিভ এবং শোরুম সেলস এক্সিকিউটিভ |
পদ সংখ্যা | নির্দিষ্ট নয় |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি |
বয়স | ৩০ বছর |
বেতন | আলোচনা সাপেক্ষে |
অভিজ্ঞতা | প্রয়োজন নাই |
কর্মস্থল | বাংলাদেশের যেকোনো জায়গায় |
আবেদনের শেষ তারিখ | ২৬ সেপ্টেম্বর (জেলা অনুযায়ী +- হবে) |
ওয়েবসাইট | www.pranfoods.net |
অতিরিক্ত যোগ্যতা | অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে |
চাকরির ধরণ | কোম্পানি (বেসরকারি) |