আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা ? নিশ্চই ভালো আছেন। আপনি কি ফ্রি হোস্টিং সম্পর্কে জানেন ? বা ফ্রি হোস্টিং সম্পর্কে জানতে চান ? তাহলে এই পোস্টি মনোযোগ দিয়ে পড়ুন। আজকে আমরা ফ্রি হোস্টিং কি ? ফ্রি হোস্টিং এবং প্রিমিয়াম হোস্টিং এর মধ্যে পার্থক্য, কিভাবে ফ্রি হোস্টিং পাবেন এবং জনপ্রিয় ১০ টি ফ্রি হোস্টিং কোম্পানি সম্পর্কে জন্য।
হোস্টিং কি ?
ফ্রি হোস্টিং সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে হোস্টিং আসলে কি ? তো হয়তো অনেকেই জানেন হোস্টিং কি। বা আগের পোস্টে আমরা হোস্টিং কি তা নিয়ে আলোচনা করেছি। আপনি চাইলে বিস্তারিত ওই পোস্ট থেকে পরে নিতে পারেন। তবে সহজ কথায় হোস্টিং হলো এমন একটি স্পেস ওয়েবসাইটের সকল কন্টেন্ট ও এলিমেন্ট রাখা হয়। অর্থাৎ আপনি সকল পেজ, অডিও, ভিডিও, ইমেজ সব কিছু যেখানে সংরক্ষণ হয় সেটাকে হোস্টিং বলে। তাহলে আশা করি আপনি হোস্টিং কি তা বুঝতে পারছেন। এবার চলুন আমরা ফ্রি হোস্টিং কি তা নিয়ে আলোচনা করি।
ফ্রি হোস্টিং কি ?
ফ্রি কথার অর্থ তো আপনারা সবাই বুঝেন। ফ্রি মানেই বিনা মূল্যে। তাহলে ফ্রি হোস্টিং হলো বিনা মূল্যে যে হোস্টিং পাওয়া যায়। অর্থাৎ আপনি কোনো টাকা খরচ না করেই সম্পূর্ণ বিনা মূল্যে যে হোস্টিং পাবেন তাকেই ফ্রি হোস্টিং বলা হয়। এখন আপনার মনে অনেক প্রশ্ন আসতে পারে। যেমন ফ্রি হোস্টিং কোথায় পাব বা মানুষ কেনই বা ফ্রি হোস্টিং দেয় কিংবা ফ্রি হোস্টিং এর কোনো সুবিধা অসুবিধা আছে কি না। তো আমি আপনার সব প্রশ্নের এ উত্তর দিবো। মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
ফ্রি হোস্টিং কেন দেয় ?
আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে মানুষ কেন ফ্রি হোস্টিং দেয় ? আসলে কেউ কোনো কিছুই ফ্রীতে দেয় না। কিছু না কিছু মুনাফা থেকেই। যেমন ফ্রি হোস্টিং কোম্পানি গুলো ফ্রীতে অল্প পরিমান হোস্টিং স্পেস প্রোভাইড করে থাকে যাতে আপনি শুরু করতে পারেন। কিন্তু কিছুদিন পর আপনার স্পেস শেষ হয়ে গেলে তাদের থেকে প্রিমিয়াম প্যাকেজ অর্থাৎ টাকা দিয়ে স্পেস বাড়িয়ে নিতে হবে। এবার বুঝতে পারছেন ? তারা আসলে ইনভেস্ট করে যার ফলে অনেক কাস্টমার পেয়ে থাকে। এটা গেলো বড় কারণ। এছাড়াও কোম্পানি তাদের পরিচিতি বাড়ানোর জন্য ফ্রি হোস্টিং অফার দিয়ে থাকে এতে অনেক মানুষের কাছে ওই কোম্পানির পরিচিতি বাড়ে।
এছাড়াও বেশিরভাগ কোম্পানি তাদের হোস্টিং সাইটে বিজ্ঞাপন বসিয়ে থাকেন। তাই যখন কোনো ব্যক্তি ফ্রি হোস্টিং পাওয়ার আশায় তাদের ওয়েবসাইটে প্রবেশ করে তখন ওই কোম্পানির ইনকাম হয়। একজন ব্যাক্তি ফ্রি হোস্টিং কোম্পানি থেকে ফ্রীতে হোস্টিং নিলে তার কাজের জন্য প্রতিদিন ওই ওয়েবসাইট ভিজিট করতে হয়। যার ফলে ফ্রি হোস্টিং প্রোভাইডার বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ইনকাম করে।
কেউ আবার তাদের সাইটের ইউসারদের তথ্য অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এছাড়াও কোম্পানি গুলোর আরো অনেক লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। একেক কোম্পানির উদ্দেশ্য একেক রকম। সুতরাং এবার আপনারা নিশ্চই বুঝতে পারছেন ফ্রীতে কোম্পানি গুলো কেন হোস্টিং দিয়ে থাকে। তাহলে চলুন আমরা এবার পরের ধাপে যাই। এবার আমরা আলোচনা করবো বিশ্বের জনপ্রিয় ফ্রি হোস্টিং কোম্পানি সম্পর্কে। চলুন শুরু করা যাক।
জনপ্রিয় ফ্রি হোস্টিং কোম্পানি সমূহঃ
ফ্রীতে হোস্টিং প্রোভাইড করে এমন কোম্পানি অনেক আছে। তবে সব কোম্পানির মান এক নয়। তাই আমি এই পোস্টে আপনাদেরকে নির্ভরযোগ্য কয়েকটি ফ্রি হোস্টিং কোম্পানি সম্পর্কে বলবো। এই কোম্পানি গুলো তুলনামূলক অনেক ভালো। এই কোম্পানিগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তাই দিচ্ছি। সবার মতের সাথে নাও মিলতে পারে। তাই চলুন দেখে নেই ফ্রি হোস্টিং কোম্পানি গুলোর বিস্তারিত।
১। Infinity Free
Infinity Free কে আমি ব্যক্তিগতভাবে ১ নম্বরে রাখছি। এ কোম্পানি ফ্রীতে ভালোমানের হোস্টিং দিয়ে থাকে। অন্যান্য কোম্পানি থেকে এই কোম্পানিতে হোস্টিং স্পেস ও অন্যান্য সুবিধা বেশি প্রদান করে। যেমন
- ডিস্ক স্পেস আনলিমিটেড দিয়ে থাকে
- ব্যান্ডউইথ আনলিমিটেড দিয়ে থাকে
- আনলিমিটেড ডোমেইন হোস্ট করা যায়
- আনলিমিটেড সাব ডোমেইন হোস্ট করা যায়
- ১০ টি ইমেইল একাউন্ট তৈরী করা যায়
- ফ্রীতে এসএসএল সার্টিফিকেট প্রদান করে
- সফটকুলাস দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়
- কোন বিজ্ঞাপন নাই।
এক কথায় ফ্রি হোস্টিং প্রোভাইডারদের মধ্যে Infinity Free অন্যতম। তাই যারা ফ্রি হোস্টিং দিয়ে ওয়েব ডিজাই এন্ড ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য Infinity Free খুবেই কাজে লাগবে। আপনাদের সুবিধার্থে Infinity Free এর লিংক দিয়ে দিলাম। এই লিংক থেকে রেজিস্ট্রেশন করে ফ্রি স্পেস নিন। এবং শুরু করুন আপনার
২. Byet.Host
Byet.Host এর গুণগত মান অনেক ভালো। এবং ফ্রীতে ভালোই সার্ভিস দেয়। তাই আপনি চাইলে Byet.Host থেকেও ফ্রীতে হোস্টিং নিয়ে ওয়েবসাইট বানাতে পারেন। আপনার সুবিধার্থে Byet host এর ফিচার দিয়ে দিলাম
- ৫ জিবি এসএসডি ডিস্ক স্পেস দিয়ে থাকে
- একটি মাত্র ডোমেইন হোস্ট করতে পারবেন
- ব্যান্ডউইথ আনলিমিটেড পাবেন
- ৫ টি ডাটাবেজ তৈরী করতে পারবেন
- ৫ টি ইমেইল একাউন্ট তৈরী করতে পারবেন
- ৭ টি সাব ডোমেইন নিতে পারবেন
- কন্ট্রোল প্যানেল পাবেন
- ফ্রীতে এসএসএল সার্টিফিকেট পাবেন
- কোনো বিজ্ঞাপন নেই
৩. Googiehost
Googiehost আপনাকে মাত্র ১জিবি হোস্টিং দিবে। তবে শুরু করার জন্য এটা যথেষ্ট। আপনি চাইলে Googiehost থেকে ফ্রীতে হোস্টিং নিয়ে কাজ শুরু করতে পারেন। তো চলুন Googiehost এর সুবিধা ও ফিচার সমূহ দেখে নেই।
- ১০০০ মেগাবাইট এসএসডি ডিস্ক স্পেস দিয়ে থাকে
- একটি মাত্র ডোমেইন হোস্ট করতে পারবেন
- ব্যান্ডউইথ আনলিমিটেড পাবেন
- ২ টি ডাটাবেজ তৈরী করতে পারবেন
- ২ টি ইমেইল একাউন্ট তৈরী করতে পারবেন
- ৭ টি সাব ডোমেইন নিতে পারবেন
- কন্ট্রোল প্যানেল পাবেন
- ফ্রীতে এসএসএল সার্টিফিকেট পাবেন
- কোনো বিজ্ঞাপন নেই
- ২ এফটিপি (FTP) একাউন্ট করতে পারবেন
তো এই ছিল ফ্রি হোস্টিং কোম্পানির বর্ণনা। আরো অনেক কোম্পানি রয়েছে যারা ফ্রীতে হোস্টিং স্পেস দিয়ে থাকে। তবে উপরে উল্লেখিত কোম্পানি গুলো সেবার মান যথেষ্ট ভালো। এসব কোম্পানি ছাড়াও আপনি wordpress বা webly থেকে ফ্রি হোস্টিং নিয়ে সাইট বানাতে পারেন। যাইহোক ফ্রি হোস্টিং কোম্পানি সম্পর্কে তো আমরা জানলাম। এবার জন্য ফ্রি হোস্টিং এর সুবিধা কি কি আর অসুবিধা কি কি। তো চলুন শুরু করা যাক।
ফ্রি হোস্টিং এর সুবিধা সমূহঃ
- নতুনদের জন্য একটা ভালো সুযোগ। কোনো প্রকার টাকা ছাড়াই হোস্টিং পাওয়া যায়।
- প্রাকটিসের জন্য খুবেই ভালো সার্ভিস
- খুব সহজেই সাইট বানানো যায়
- আনলিমিটেড ব্যান্ডউইথ পাওয়া যায়
- ফ্রীতে অনেক স্পেস পাওয়া যায়
- ফ্রীতে হোস্টিং কন্ট্রোল প্যানেল পাওয়া যায়
- আনলিমিটেড ইমেইল কাউন্ট করা যায়
ফ্রি হোস্টিং এর অসুবিধা সমূহঃ
- প্রিমিয়াম হোস্টিং এর তুলনায় ফ্রি হোস্টিং অনেক ধীর গতির হয়
- অনেক ফিচারের সীমাবদ্ধতা থাকে যার ফলে সব কিছু করা যায় না
- অনিচ্ছা সত্ত্বেও বিজ্ঞাপন দেখতে হয়
- সব ধরণের সাইট বানানো সম্ভব হয় না
- ওয়েবসাইটের সিকিউরিটি খুবেই কম থাকে
- যে কেউ সাইট হ্যাক করে নিতে পারে
- ফ্রি সাইট যখন তখন বন্ধ হয়ে যেতে পারে
পরিশেষে
ফ্রি হোস্টিং নতুনদের জন্য। প্রাকটিস করার জন্য এ হোস্টিং ব্যবহার করা যেতে পারে। কিন্তু প্রফেশনাল সাইট বানাতে হলে অবসসই পেইড হোস্টিং নিতে হবে। কারণ ফ্রি হোস্টিং দিয়ে আপনি ভালোমানের সাইট বানাতে পারবেন না। আশাকরি আপনার আজকের এই আর্টিকেল পরে ফ্রি হোস্টিং কি তা বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সে বিষয়ে আর্টিকেল লিখবো। তো আগামী আর্টিকেল আশা পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সময় নিয়ে ফ্রি হোস্টিং কি আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।