আসসালামু আলাইকুম
আপনি কি রিসেলার হোস্টিং সম্পর্কে জানতে চান ?তাহলে এই পোস্টি আপনার জন্য। আজকে এই পোস্ট এর মাধ্যমে আমরা রিসেলার হোস্টিং কি তার বিস্তারিত আলোচনা করবো। এবং রিসেলার হোস্টিং এর সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করবো।
আমরা ইতোপূর্বে জেনেছি হোস্টিং কি এবং হোস্টিং সার্ভার কি। আপনারা যদি হোস্টিং কি তা না জেনে থাকেন তাহলে আমাদের আগের আর্টিকেলটি পরে নিন। এখন এক কোথায় হোস্টিং হলো একটি স্পেস যেখানে ওয়েবসাইটের কন্টেন্ট সমূহ রাখা হয়। আর এ হোস্টিং এর মধ্যে অনেক রকম রয়েছে। যেমন শেয়ার হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ভিপিএস হোস্টিং আবার রিসেলার হোস্টিং। তো প্রত্যেকটা হোস্টিং এর আলাদা আলাদা সুবিধা রয়েছে। তবে আমরা আজকে আলোচনা করবো রিসেলার হোস্টিং নিয়ে।
রিসেলার হোস্টিং কি?
রিসেলার হোস্টিং এর অর্থ হলো হোস্টিং স্পেস কে রিসেল করা। অর্থাৎ সহজ কোথায় যদি আপনাকে বুঝায় তাহলে রিসেলার হোস্টিং হলো বেশি করে হোস্টিং কিনে তা ভেঙে ভেঙে খুচরা বিক্রি করা। আপনারা আপনার চারপাশে অনেক ব্যবসায়ী দেখবেন যারা কোম্পানি থেকে পণ্য না কিনে বা নিজে পণ্য না উৎপাদন করেই বড় দোকান থেকে পাইকারি দামে নিয়ে তা খুচরা দামে বিক্রি করছে। রিসেলার হোস্টিং ও প্রায় একই রকম। নিজে সার্ভার না কিনে অন্য কারো সার্ভার থেকে বেশি করে হোস্টিং কিনে তা ছোট ছোট প্যাকেজ এ খুচরা বিক্রি করাকে রিসেলার হোস্টিং বলে।
করা রিসেলার হোস্টিং ক্রয় করেন
মূলত যে কেউ রিসেলার হোস্টিং ক্রয় করতে পারে। তবে যারা ছোট পরিসরে আইটি ব্যবসা করতে চায় তারাই বেশিরভাগ রিসেলার হোস্টিং নিয়ে থাকে। ধরুন আপনার একটি ওয়েবসাইট এজেন্সি বা আইটি ফার্ম আছে যেখানে আপনি ছোট বড় অনেক ওয়েবসাইটের অর্ডার পান এবং তাহলে আপনি যদি কোনো বড় হোস্টিং কোম্পানির রিসেলার হোস্টিং নেন তাহলে আপনার রিসেলার হোস্টিং থেকে আপনার কায়েন্টদের কাছে হোস্টিং বিক্রি করতে পারবেন।
বর্তমানে রিসেলার হোস্টিং ব্যবসা খুবেই জনপ্রিয় হয়ে উঠেছে। দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আবার বাংলাদেশী অনেক ছোট ছোট কোম্পানি আছে যারা বড় সার্ভার না কিনে রিসেলার হোস্টিং কিনে নিজেদের হোস্টিং কোম্পানি দিয়েছে।
কেন রিসেলার হোস্টিং কিনবেন ?
ধরুন আপনি হোস্টিং ব্যবসা করতে চাচ্ছেন। কিন্তু প্রথমেই আপনার কাছে পর্যাপ্ত টাকা নাই। যার কারণে হোস্টিং সার্ভার কম্পিউটার কিনতে পারছেন না। এ ক্ষেত্রে রিসেলার হোস্টিং হতে পারে আপনার জন্য একমাত্র ভরসা। কারণ রিসেলার হোস্টিং এর দাম অনেক কম। যা হোস্টিং ব্যবসা শুরু জন্য যথেষ্ট ভালো। যেসব কোম্পানি রিসেলার হোস্টিং বিক্রি করে তারা সবসময় চায় তাদের সার্ভিস যাতে ভালো থাকে। তাই রিসেলার হোস্টিং নিয়ে টেনশন ফ্রি ব্যবসা করা যায়। রিসেলার হোস্টিং এ নিজস্ব হোস্টিং ম্যানেজার কন্ট্রোল প্যানেল রয়েছে যা দিয়ে আপনি সহজে আপনার ক্লাইন্ট এর একাউন্ট একসেস করতে পারবেন।
তবে রিসেলার হোস্টিং ক্রয় করার সময় অনেক জিনিস মাথায় রাখতে হবে। যেমন : আপনি যে কোম্পানির রিসেলার হোস্টিং নিতে চান সে কোম্পানির মান কেমন তা নিশ্চিত হয়ে নিন। হোস্টিং এ কি কি ফিচার তারা দিবে এবং সাপোর্ট কিরকম দিবে তা জেনে নিতে হবে। হোস্টিং এর ব্যাকাপ দিতে পারবে কি না বা দিলে মাসে কতদিন দিবে তা দেখতে হবে। আর সার্ভার স্পিড অবস্যই চেক করতে হবে। কারণ সার্ভারের স্পিড কম হলে আপনি আপনার ক্লাইন্ট হারাবেন। আর সব থেকে বড় বেপার হলো হোস্টিং এর দামের দিকেও খেয়াল রাখতে হবে। কারণ একেক কোম্পানি একেক রকম দাম নিয়ে থাকে।
এছাড়াও বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন আপনি যে দামে রিসেলার হোস্টিং নিচ্ছেন আগামী বছর রিনিউ করার সময় একই দাম থাকবে নাকি বেশি নিবে তা চেক করতে হবে। আপনি যে রিসেলার নিচ্ছেন সেখানে আপনি কতটা সিপ্যানেল বিক্রি করতে পারবেন তা দেখতে হবে। আবার কতটুকু ব্যান্ডউইথ তারা আপনাকে দিবে তা দেখতে হবে। বর্তমানে অনেক কোম্পানি রয়েছে যারা আনলিমিটেড হোস্টিং স্পেস এর সাথে আনলিমিটেড ব্যান্ডউইথ দিয়ে থাকে। এমন রিসেলার প্যাকেজ নিতে পারলে বেশি লাভবান হওয়া যায়।
প্রত্তেকজিনিসের যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিক ও রয়েছে। তেমনি রিসেলার হোস্টিং এর যেমন ভালোদিক রয়েছে তেমনি এর খারাপ দিকও রয়েছে। আমরা এখন রিসেলার হোস্টিং এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানবো। তো চলুন সুবিধা অসুবিধা সমূহ জেনে নেয়া যাক –
রিসেলার হোস্টিং এর সুবিধা সমূহঃ
- খুবেই অল্প পরিমান মূলধন নিয়ে এ ব্যবসা শুরু করা যায়। তাই হোস্টিং ব্যবসা শুরু করার জন্য রিসেলার হোস্টিং অনেক ভালো।
- ঝুঁকি কম থাকে। অল্প পরিমান ইনভেস্ট দিয়ে শুরু করা যায় বিধায় এ ব্যবসায় ঝুঁকি কম থাকে।
- ভালোমানের হোস্টিং কোম্পানি থেকে রিসেলার হোস্টিং নিয়ে সহজে ছোট ছোট প্যাকেজ করে বিক্রি করা যায়। এ প্যাকেজ এ নিজের মতো দাম বসানো যায়।
- কাস্টমারের সুবিধা চিন্তা করে নিজের মতো করে প্যাকেজ তৈরী করা যায়। ফলে গ্রাহক সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়।
- রিসেলার হোস্টিং প্যানেল এ আপনি বিভিন্ন সফটওয়্যার সিস্টেম যেমন whm, whmcs, ডোমাইন রিসেলার ইত্যাদি পাবেন। যা দিয়ে আপনার ব্যস বাড়াতে পারবেন। এসব সফটওয়্যার ফ্রীতেই পাবেন। তাই আলাদা কোনো খরচ নাই।
- সুবিধা মতো স্পেস বাড়িয়ে নেয়া যায়। যেমন আপনার স্পেস শেষ হয়ে গেলে আপনি যে কোম্পানির রিসেলার নিয়েছেন তাদের থেকে প্ল্যান আপগ্রেড করে নিতে পারবেন।
তবে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে, রিসেলার নেয়ার সময় অবস্যই ভালো মানের কোম্পানি থেকে নিতে হবে। কারণ আপনার গ্রাহক যদি সন্তুষ্ট না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না। রিসেলার হোস্টিং এর সুবিধা তো জানা হলো। এবার চলুন এর অসুবিধা সমূহ জেনে নেই।
রিসেলার হোস্টিং এর অসুবিধা সমূহঃ
রিসেলার হোস্টিং এর সুবিধা তো জানলেন। এবার চলুন অসুবিধা সমূহ জেনে নেই। কারণ রিসেলার ব্যবসা শুরু করার আগে ভালো মন্দ দুই দিক এ জানা জরুরি। নিম্নে ভালো ও মন্দ দিক আলোচনা করা হলো –
- শেয়ার্ড হোস্টিং প্যাকেজের থেকে রিসেলার হোস্টিং প্যাকেজের দাম তুলনামূললক বেশি।
- রিসেলার হোস্টিং মূলত শেয়ার্ড হোস্টিং থেকেই আসে তাই এর স্পিড তুলনামূলক কম।
- ডেডিকেটেড এবং ভিপিএস হোস্টিং এর তুলনায় রিসেলার হোস্টিং এর মান অনেকটাই নিম্ন।
- ডেডিকেটেড হোস্টিং এ একটা সার্ভার কম্পিউটারকে একই ব্যবহার করতে পারবেন না।
- রিসেলার হোস্টিং এ ইউসার বেশি হলে আপনার লিমিট শেষ হয়ে যাবে ফলে আপনার রিসেলার প্ল্যান আপগ্রেড করতে হতে পারে।
পরিশেষে
আশাকরি আপনাদেরকে রিসেলার হোস্টিং কি তা বুঝতে পেরেছি। তারপরেও বুঝতে অসুবিধা হলে অবস্যই কমেন্ট করে জানাবেন। আপনি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবো। আর একটা কথা। রিসেলার হোস্টিং ব্যবসা করতে হলে অবস্যই একটি ভালো কোম্পানি থেকে হোস্টিং নিয়ে শুরু করুন। আপনার জন্য শুভ কামনা।