রূপালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার পদে নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। ৫৩,০০০ টাকা বেতনে এ নিয়োগে মোট ১৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফর্মে আবেদন করতে আহবান করা হচ্ছে।
আপনি কি ব্যাংক জব করতে আগ্রহী ? আপনি কি ব্যাংকের হিসেবে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? যদি আপনি নিজেকে একজন ব্যাংকার হিসেবে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। রূপালী ব্যাংক সিনিয়র অফিসার পদে একটি নিয়োগ প্রকাশ করেছেন।
রূপালী ব্যাংক ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের সকল জব সার্কুলার আমাদের ওয়েবসাইটে পাবেন। সকল ব্যাংক জবের নিয়োগ সার্কুলার পেতে edujobcare.com এর ব্যাংক জব ক্যাটাগরিতে ভিজিট করুন।
তো চলুন আমরা আজকের পোস্টার মূল বিষয়বস্তুতে যাই। আজকের সার্কুলারটিতে করা এপ্লাই করতে পারবে। আবেদন করতে কি কি লাগবে, বেতন কত সহ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করি।
পদের নামঃ সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট)
পদের নাম | সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট) |
পদ সংখ্যা | ১৫ জন |
শিক্ষাগত যোগ্যতা | ব্যাংকিং/অর্থনীতি/ব্যবস্থাপনা/ফিন্যান্স/হিসাব বিজ্ঞান যে কোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি |
বয়স | ৩০ বছর (মুক্তিযোদ্ধা কোঠা ৩২ বছর ) |
বেতন | ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। |
অভিজ্ঞতা | প্রযোজ্য নয় |
কর্মস্থল | যেকোনো জায়গায় |
আবেদনের শেষ তারিখ | ২৪ সেপ্টেম্বর ২০২০ |
ওয়েবসাইট | https://erecruitment.bb.org.bd/ |
অতিরিক্ত যোগ্যতা | লাগবে না |
চাকরির ধরণ | সরকারি চাকরি |
আবেদন প্রক্রিয়া :
আবেদন প্রক্রিয়া অনেক বোরো হওয়ায় লেখা সম্ভব হচ্ছে না। তাই অরিজিনাল সার্কুলারটি নিচে দেয়া হলো। আপনারা সেটা ডাউনলোড করে পড়তে পারেন। ধন্যবাদ।


পিডিএফ ফাইল ডাউনলোড লিংক : ডাউনলোড করতে ক্লিক করুন https://edujobcare.com/wp-content/uploads/2020/08/aug192020_bscs_77.pdf