আসসালামু আলাইকুম,
চলুন আজকে একটা মজাদার জিনিস শিখে ফেলি। আমরা যারা স্টুডেন্ট তাদের জন্যই আজকের এই পোস্ট। আজকের এই আর্টিকেলে আমরা দেখবো পড়াশোনার কিছু টিপস। এ সকল টিপস মেনে চললে আপনি অল্প সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে পারবেন এবং রেজাল্ট ও ভালো করতে পারবেন।
এবার একটু পড়তে বসার কিছু নিয়মটা/টিপস জানা যাক
১। পড়াশোনার জন্য আলাদা রুম বেঁচে নিন। অর্থাৎ আপনি যে রুমে পড়াশোনা করবেন সেই রুমে যেন অন্য কেউ না থাকে। বিশেষকরে বাচ্চা মানুষ যাতে না থাকে। এছাড়া রুমে টেলিভিশন না থাকাই ভালো।
২। পড়ার টেবিল সবসময় গুছিয়ে রাখবেন। আপনি যে টেবিলে পড়তে বসেন সে টেবিলটি সবসময় গুছিয়ে রাখবেন। কারণ এলোমেলো কোনো কিছুতেই আমাদের মন বসতে চায় না। তাই পড়ার টেবিল গুছিয়ে রাখলে পড়তে বসতে ভালো লাগবে।
৩। সবসময় বকশেল্ফ এ বই রাখবেন। আর পড়ার টেবিলে সুদঃদু মাত্র যে বই পড়তে বসবেন সেই বই গুলোই রাখার চেষ্টা করবেন। কেননা টেবিলে অনেক বই থাকলে আপনি দোটানায় পড়তে পারেন। এটা বই পড়বো না ওটা বই পড়বো এসব ভেবেই আপনার সময় নষ্ট হবে কিন্তু একটা বই ও ভালোভাবে পড়া হবে না।
৪। পড়াশোনার আনুসাঙ্গিক জিনিস সমূহ সব টেবিলে রেডি করেই পড়তে বসবেন। যেমন কলম, খাতা, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, স্কেল ইত্যাদি পড়ার টেবিলেই রেডি রাখবেন। কারণ আপনি পড়াশোনা থেকে হুট্ করে উঠে গিয়ে এসব আন্তে গেলে আপনার পড়ার মনোযোগ হারিয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন মনোযোগ একবার নষ্ট হলে সেটা আর সহজে আসে না।
৫। পড়াশোনার জন্য একটি রুটিন তৈরী করবেন এবং রুটিন অনুযায়ী পড়বেন। আমাদের ক্লাসে টোটাল অনেক বইই থাকে। কিন্তু একদিনে সব বই পড়া সম্ভব না আবার আমাদের সিলেবাস অনুযায়ী সব বই যেহেতু পড়তে হবে তাই একটি সুন্দর রুটিন তৈরী করে নিবেন। খেয়াল রাখবেন রুটিন এ কঠিন সুবজেক্টগুলো যাতে প্রায় প্রতিদিনই থাকে এবং তুলনামূলক সহজ সাবজেক্ট পাশাপাশি পড়বেন।
৬। যা পড়বেন তা লেখার প্রাকটিস করুন। এটা খুবেই একটা গুরুত্বপূর্ণ টিপস। আপনি যা পড়বেন তা যদি খাতায় লেখেন তাহলে আপনি আপনার পড়ার ম্যান নিজেই বিচার করতে পারবেন এবং লেখার প্রাকটিস করলে ওই পড়া সহজে ভুলবেন না। অর্থাৎ পড়ার পাশাপাশি লিখলে তা দীর্ঘদিন মনে থাকে। তাই যা পড়বেন তা লেখার প্রাকটিস করুন।
৭। নিয়মিত পড়তে বসুন। আপনি আজকে দীর্ঘক্ষণ না পড়ে রুটিন অনুযায়ী পড়ুন। সকাল, বিকেল ও রাত এই তিন ক্যাটাগরিতে রুটিন সাজিয়ে পড়তে বসবেন। এবং মুখস্ত করার বিষয় সমূহ সকালে বা ভোরে পড়ার চেষ্টা করবেন। বিকেলে ম্যাথ প্রাকটিস করে ভালো এবং অনন্য সাবজেক্ট পরে ভালো।
আশাকরি আমাদের টিপস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে পোস্টটি আপনার ফেইসবুক এ শেয়ার করুন। আমরা পড়াশোনা ও চাকুরীর সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন আমাদের ওয়েবসাইট ও পেজ এ পাবলিশ করি। আমাদের পেজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। পরবর্তী পোস্ট পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকে বিধায় নিচ্ছি।
ধন্যবাদ।