আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করবো লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে নিয়ে। আপনারা হয়তো ফেইসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই প্রজেক্ট সম্পর্কে ইতি মধ্যে শুনেছেন। তবে অনেকে এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানেন না। তাই আজকে আমরা এ প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশাকরি আপনাদের এই ব্লগ উপকারে লাগবে।

লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে কি ?
লার্নিং এন্ড আর্নিং বা LEDP প্রজেক্ট হলো সরকারি অর্থায়নে এমন একটি প্রজেক্ট যার মাদ্ধমে দেশের ৬৪ জেলার বেকার যুবকদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং করিয়ে তাদের আর্থিক সাবলম্বী করা। এই প্রজেক্টটি বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পরিচালিত হয়।
এ প্রজেক্টের মূল দায়িত্বে রয়েছেন প্রধান মন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি সার্বিক দেখাশোনা করেন। এছাড়াও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ পলক এ প্রজেক্ট এ সরাসরি জড়িত। তাই বাংলাদেশী ছেলেমেয়ের জন্য ইটা একটা বড় সুযোগ স্বাবলম্বী হওয়ার।
প্রজেক্টে আবেদনের যোগ্যতাঃ
এখন অনেকের কাছে প্রশ্ন রয়েছে এ কোর্স ভর্তি হতে কি কি যোগ্যতা থাকতে হবে। তো চলুন জেনে নেই এ বিষয়ে বিস্তারিত। LEDP কোর্স ভর্তির নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হলো এইচএসসি পাশ। অর্থাৎ আপনি যদি এইচএসসি বা সমমানের পরীক্ষা পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আরো কিছু কন্ডিশন রয়েছে। আপনার উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এবং আপনার নিজস্ব ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থাকতে হবে।
আপনাকে প্রতিদিন ৬ ঘন্টা ক্লাস করার মন মানসিকতা থাকতে হবে। এসব কিছু ঠিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে কে কখন ক্লাস করতে আরবে তা আগাম বলা যায় না।
কিভাবে আবেদন করবেন ?
ধরে নিলাম আপনার আবেদনের যোগ্যতা রয়েছে। তাহলে আপনি এখন কিভাবে আবেদন করবেন ? আবেদন প্রক্রিয়া খুবেই সোজা। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে ledp অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েব সাইটের লিংক : https://ledp.ictd.gov.bd/registration . এই ওয়েবসাইটে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। সেই ফরমে আপনার নাম,বাবার নাম,মায়ের নাম,জন্ম তারিখ,মোবাইল নাম্বার,জাতীয় পরিচয়পত্রের নাম্বার, পড়াশোনার তথ্য ইত্যাদি সকল তথ্য দিয়ে submit data তে ক্লিক করবেন।
সাবমিট করার পর একটি নতুন পেজ আসবে যেখানে ২০ নাম্বারের একটি পরীক্ষা নেয়া হবে। ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্ন খুবেই বেসিক হয়ে থাকে। আপনাকে কম্পিউটার রিলেটেড ১০ টি প্রশ্ন করা হবে এবং ইংরেজি বিষয়ে ১০ টি প্রশ্ন করা হবে। আপনি প্রত্যেকটির উত্তর দিবেন। যদি ২০ নাম্বারের মধ্যে আপনি ১৫ নাম্বার পান তাহলে আপনার পরীক্ষা পাশ আসবে। তাহলে আপনার আবেদন গ্রহণ হবে।
আবেদন গ্রহণ হলে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেয়া হবে। এই রেজিস্ট্রেশন নাম্বার ভালোভাবে সংরক্ষণ করবেন। পরবর্তীতে এই নাম্বারটি আপনার কাজে লাগবে। আবেদনের পর পরেই কিন্তু আপনার ক্লাস শুরু হবে না। আবেদন শেষ হওয়ার পর আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার উপজেলায় যখন ক্লাস শুরু হবে তার আগে আপনাকে ফোন করা হবে এবং আপনাকে বলা হবে আপনার কম্পিউটার এবং ইন্টারনেট আছে কি না এবং ক্লাস শুরু হলে আপনি ক্লাস করতে পারবেন কি না ? আপনি হ্যাঁ উত্তর দিলে আপনাকে ক্লাস শুরুর তারিখ দেয়া হবে।
মনে রাখবেন আগের LEDP ক্লাস সরাসরি সেন্টারে হতো এবং ক্লাস করতে সেন্টারে যাওয়া লাগতো। তবে বর্তমানে করোনা মহামারীর কারণে ক্লাস রুমে ক্লাস করা সম্ভব নয়। তাই সরকার উদ্যোগ নিয়েছে অনলাইন প্লাটফর্ম এ ক্লাস নেয়ার। তাই প্রত্যেকটা শিক্ষার্থী নিজের বাসা থেকে ক্লাস করবেন।
ক্লাস গ্রহণ পদ্ধতি
আপনাকে সপ্তাহে ৬ দিন ক্লাস করতে হবে। তবে সরকারি ছুটির দিন ছুটি পাবেন। আপনাকে প্রতিদিন একই সময়ে ক্লাস করতে হবে। ক্লাস সাধারণত গুগল মিট এর মাধ্যমে নেয়া হবে। আপনাকে কলস করার লিংক দেয়া হবে নির্দিষ্ট সময়ে আপনাকে ক্লাস এ জয়েনকোর্টে হবে। আপনার ব্যাচের সকল শিক্ষার্থীকে নিয়ে একটি whats app গ্রুপ করা হবে। ওই গ্রুপে ক্লাসের সকল আপডেট পাবেন।
জেনে রাখা ভালো এই কোর্স মোট ৫০ টি ক্লাস হবে এবং প্রতিটি ক্লাস ৬ ঘন্টা করে হবে। সুতরাং মোট আপনি ৩০০ ঘন্টা ক্লাস করবেন। ৩০০ ঘন্টা ক্লাস অনেক। আপনি মনোযোগ দিলে অনেক কিছুই শিখতে পারবেন। কেননা এই ক্লাসে প্রতিদিন কাজ সেশন হয় এবং সবার বাড়ির কাজ মূল্যায়ন করা হয়। কারো কোথাও সমস্যা থাকলে সেটা আলোচনা করা হয়। তাই আপনি মনোযোগ দিলে ভালো কিছু শিখতে পারবেন।
কি বিষয়ে প্রশিক্ষণ নিবেন
সবই তো জানা হলো। কিন্তু আপনি কি বিষয়ে শিখবেন সেটাই তো আলোচনা করা হলো না। লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে মূলত ফ্রীল্যান্সিং কাজ সেশন হয়। কারণ এ প্রজেক্টের মূল উদ্দেশ্যই হলো বেকার যুবকদের সফল ফ্রীলান্সার বানানো। তাই এই কোর্স ফ্রীলান্সিং বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। এই কোর্স মোট তিনটি বিষয় বর্তমানে রয়েছে। যথা ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং।
আপনি আবেদনের সময় উল্লেখ করে দিবেন আপনি কোন বিষয়ে শিখতে চান। কেননা আপনার নির্বাচিত সাবজেক্টের ব্যাচে আপনাকে ক্লাস করতে দেয়া হবে। ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এই তিনটি বিষয় খুবেই জনপ্রিয়। আপনি এ তিনটি কোর্সের যেকোনো একটি নির্বাচন করবেন।
কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
আপনারা যারা সফলভাবে ৫০ টি ক্লাস সম্পন্ন করবেন তারা প্রত্যেকেই LEDP প্রজেক্ট থেকে সার্টিফিকেট পাবেন। আপনার উপজেলার সার্তেখবেন আপনাকে অবস্যই প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকতেই হবে। এবং নিয়মিত বাড়ির কাজ করে জমা দিতে হবে। আপনার ক্লাসে ট্রেইনার সন্তুষ্ট থাকলে আপনি সার্টিফিকেট পাবেন। এ সার্টিফিকেট নিতে এ কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে পাবেন।
উপসংহার :
আশাকরি আপনারা লার্নিং এন্ড আর্নিং বা LEDP প্রজেক্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনাকে সঠিকভাবে বুঝতে পারলে আমার এ আর্টিকেল লেখা সার্থক। পরবর্তী অন্য কোনো বিষয়ে আলোচনায় আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।