সেই ১৭ মার্চ থেকে প্রায় ৬ মাস ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বিভিন্ন মেয়াদে ছুটি নতুন করে দেয়া হয়। সর্বশেষ ছুটি অনুযায়ী ৩ অক্টবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

করোনা মহামারীর কারণে এবারের এইচএসসি পরীক্ষা নেয়া এখনো সম্ভব হয় নি। এদিকে পিএসসি পরীক্ষা তুলে দেয়া হয়েছে। দেশে আর পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পিএসসির পরিবর্তে স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর জেএসসি পরীক্ষা এবার বন্ধের ঘোষণা করা হয়েছে।
এবছর জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে। তবে এইচএসসি পরীক্ষার ব্যপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরীক্ষা হবে কি না তা এখনো অনিশ্চিত।
তবে এখন সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিকেই এগুচ্ছে। কিছুদিন আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ স্বাস্থবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা প্রদান করেছে। যা আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিলাম। ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রিসভার ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান কেন্দ্রীয় ভাবে আর কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোলার বেপারে জার্মানিতে আলাপ করেছেন। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। যদিও এখনো করোনা ধরা পড়ছে তবুও খোলা রেখেছে। কারণ এভাবে আর কতদিন চলবে ? তাই বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা একরা হচ্ছে।