শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে জানান ২৫ আগস্টের পর সিদ্ধান্ত ঘোষণা করা হবে যে, কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। নালিন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো গুজবে কান না দেয়ার আহবান জানিয়েছেন।
মহামারী করোনার কারণে গত মার্চ মাসের ১৭ তারিখ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেয়া হয় এবং বন্ধের মেয়াদ দফায় দফায় বাড়ানো নয়। মে মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও করোনার প্রভাব না কমায় আবার ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে আগস্টের পর সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কি না তা এখনো অস্পষ্ট।
বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর সামাজিক যোগাযোগ মাদ্ধমে জানা গেলেও বাস্তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো প্রকার সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। তবে অনেকের আগ্রহ কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। ১৭ আগস্ট শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে জানান আগস্টের ২৫ তারিখের আগে কিছুই বলা যাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যপারে সিদ্ধান্ত ২৫ তারিখের পর নেয়া হবে।
এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান এইচএসসি ও জেএসসি পরীক্ষা অবস্যই হবে। শিক্ষামন্ত্রণালয়ের সকল প্রস্তুতি নেয়া সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার কমপক্ষে ২ সপ্তাহ আগে পরীক্ষার ঘোষণা ও সময় সূচি প্রকাশ করা হবে।
সুতরাং আমরা ধরে নিতে পারি আগামী সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা প্রবল। সুতরাং আমাদের পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে। পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। স্কুল কলেজ খোলার অপেক্ষায় বসে থাকলে চলবে না। বাসায় বেশি বেশি করে বই পড়তে হবে।
আশাকরি আজকের নিউজ আপনাদের কাজে লাগবে। যদি পড়াশোনা ও চাকরির খবর সবার আগে পেতে চান তাহলে আমাদের ফেইসবুক পেজ ও গরূপে জয়েন হয়ে থাকুন।
পেজ লিংক : https://www.facebook.com/edujobcarebd/
গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/edujobcare